হারতে হারতে জেতা ভুলে গেছি,
মরতে মরতে ভুলে গেছি বেঁচে থাকা।
অন্যায়ের কাছে মাথা নত করতে গিয়ে ভুলেছি,
প্রতিবাদের ছয় দফা সূত্রাবলী।


এলাকার নষ্টরা আমাকে হারায়নি,
হারায়নি কোন গডফাদার।
আমাকে নিষ্ঠুরভাবে হারিয়েছেন-
আমারই জন্মদাতা পিতা!


হার মানতে বাধ্য করেছেন,
বলছেন হারাতেই নাকি জয়ের স্বাদ!
আমি বলি, এটা ছেলেখেলা নয়,
কতগুলো স্বপ্নদেখা হৃদয় হয়েছে বরবাদ!


--স্বপ্ন কুঠির/৩০ শে মার্চ, ২০১৭।