কালের গর্ভে সব বিস্মৃত হবে একদিন।
তোমার সমস্ত বলা কথা, সমস্ত জ্ঞান, সমস্ত স্মৃতি।
শুধু রয়ে যাবে তোমার ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই শরীর।
শুধু রয়ে যাবে তোমার বিশুদ্ধ পরম চেতনা ৷


মৃত্যুর আগে নয়
সেই চেতনার ফুল হয়ে আজ
ফোটো তুমি আমার উঠানে।
আমি জীবনানন্দ হব।