চারপাশে কেও নেই, নিস্ত্ব্ব্দতায় খুদ্র্ নির তোমাকে খুজে বেরায়
দুরে থেকে দেহ মন সুধু  তোমাকে চায়।
আহার যোগারে বেরিয়েছি সেই এক সপ্তাহ আগে
কাজ শেষে ক্লান্ত শরিরেও ঘুম নেই বাগে।
ইচ্ছে করে একশো মাইল বিদদুত গতিতে পারি দেই
তুমার বুকের মাঝে সপ্নময় নিশ্বাস নেই।
তুমি আমি দুজনে চল কাছে চলে আসি
ছূট্ট নিরে অল্প আহারে এক্শাথে মিশি।