শীশুটি জন্মের পর মা বাবার আদর পেল
ভালোবাসার বাধনে বড় হতে লাগল।
যখন গুটি গুটি পায়ে হাটতে শিখল
বাবা মার হাত ধরে হটাত একদিন কথা বলা শুরু হল।
বাবা মায়ের মনে হল সন্তানটিকে এখন নিজের বিশ্বাসের সাথে পরিচয় করে দিই
সন্তানের দোয়া না পেলে মরনের পরে যে কিছুই পাওয়ার নেই।
বিশ্বাসের গভিরে ঘাথা আছে-এইটাই স্রেষ্ট পথ, সবকিছু ভ্রষ্ট
যে পথে চলেছে বংশ পরিক্রমায়, সে পথ ছারা সব নষ্ট।
শিশুটা বিদ্যালয়ে গেল একদিন, পাশের শিশুটা জন্মেছে অন্য বিষ্বাসের পরিবারে
আহা তার কপালটাই খারাপ,কি হবে তার জিবনে, পরকালটাই গেলরে।
অপরকে ছোট করে বড় হওয়া কি যায়?
চল মোরা সব শিশুরেই মানবতা শেখাই।
যার বিশ্বাষ যার কাছে, সবাইকে সব ভিন্নতাকে শ্রদ্বা করতে বলে যাই।