আমি ঘুরেছি
অলি গলি সরু বাকাঁ
পিচ্ছিল অপিচ্ছিল নানা পথে,
আমি দেখেছি,
নষ্ট মানবিক চেতনা,
শুনেছি ক্ষতিকারক রসালো কুমন্ত্রনা ।
এ জম্মভুমি
একটা নষ্ট রঙ্গমঞ্চ ,
যেখানে প্রতিনিয়তই ঠকানোর অভিনয় চলছে ।
আমার মানবিকতা প্রশ্নবিদ্ধ ,
অমানবিক কুকুরের কামড়ে মানবিকতা
জলাতংকে আক্রান্ত ।


আমি চেয়েছিলাম,
কারো স্বপ্ন হতে,
কারো নির্ঘুম রজনী কাটুক
ফুলশয্যার রমনীর মতো অপেক্ষা করুক,
ঘুনেধরা এ সমাজে আমি কারো নই,
কেউ আমার নয় ,
পথভ্রষ্ট সৈনিক সঙ্গম শেষে পথহারা ।
নিলজ্জভাবে শিশু ধর্ষন ,
অপরাজনীতির দখলে নষ্টামী,
দুর্নীতির বানিজ্যমেলা ,মানব স্ব্যাস্থ্য হুমকিতে ,
অস্থিতিশীল এ পারিপার্শিকতায়,
কাউকে আপন করা হলো না ।
নির্বাক চোখে নীরব কান্নায় ভাবছি,
নষ্ট জীবন দিয়ে কি আর করবো !