আমার দেহের মাটি
বাঁশখালী কাঁথারিয়ায় ঘাঁটি,
এসিডে ঝলসে যাওয়া,
যেন এক বীভৎস নারী ।


উচিয়ে তর্জন করিয়ে গর্জন
এলো যত নেতৃত্বের মহাজন,
আপন আখের গুছিয়ে কর্তা,
নিরহের ভাগ্য নিল কাড়ি ।


নালা খন্দক মেঠো পথ
রুগ্নতায় ভরা যত রথ,
জিম্মি রেখে আম জনতা,
সবাই করছে কর্তাগিরী ।


জননী স্বর্গাদপি এ বাঁশখালী
অকৃতজ্ঞরা গেল মাকে ফেলি,
অযোগ্য নেতৃত্ব দংশিলো আসি,
জীবন থাকতে জননী যায় মরি ।


আসিবে কখন সে শুভজন
গুছাবে কষ্ট মুছিবে বদন,
হায়রে বিধি তুমি হও ডান,
বাঁশখালী মাকে যেন বাঁচাতে পারি ।