আমি রাখাইন,
জম্ম আমার মায়ানমারের ছোট্ট প্রদেশে
জম্মের পর কর্ণে দিল আযান,
এ আমার অপরাধ,মানতে চায়না বৌদ্ধ,
রাষ্ট্রীয় সন্ত্রাস,ভয়ে তটস্থ জননী,
প্রসব বেদনায় মুখ চেপে কান্না ।
নিস্কন্টক ভুমিহীন,
পাহাড়ের পাদদেশে যাযাবর জীবন,
শিক্ষার বালাই নেই,
আমরা বেজন্মা পাপী,
হয়তো বা পূর্ব জন্মের পাপের ফসল,
স্রষ্টা ও নেই আমাদের জন্য ।
এখন কাঁদি আর ভাবী,
আগামী প্রজন্মের জন্য,
আমরা নাকি মুসলমান জোক,
কীট নাশকের নিষ্ঠুর প্রয়োগে,
মুসলমান জোক করে দিচ্ছে ধ্বংস,
এরা প্রতিনিয়তই চুষছে আমাদের রক্ত,
উত্তর পাচ্ছিনা কি আমাদের অপরাধ!
কখনও কালো গোখড়া
কখনও চন্দ্রাবেড়া
কখনও ডাইনোসরের বিষ ছডিয়ে
অমানবিক নির্যাতনে
জীবন যবনিকা করছে,
হে স্রষ্টা আমাদের এমন মৃত্যু দাও,
রাখাইন যেন এ মাটিতে নিশ্চিহ্ন হয়ে যায়।
আর কিছু চাইনা তোমার কাছে,
অন্তত নিষ্ঠুর নির্যাতন থেকে
মৃত্যু দিয়ে বাঁচিয়ে দাও ।