মায়ায় ভরা ও বদন
যখনই হয় স্মরণ
পুলকিত হয় নয়ন,
স্পর্শকাতর পুং হয় দন্ডায়ন ।


কি করি পাইনা ভেবে তখন
জড়াজড়ির মিত্রজ্বালা এ ক্ষণ,
ছটপটে দেহ অর্ধাহারী আকুলান,
ললাটে ঘামের দৃশ্যায়ন ।


কি এক পুলকিত জ্বালা
পুং মুখে তরলের নালা
শেষ হলে যে ক্ষান্ত জ্বালা,
কেন যে গলে এ বিষময় মালা ।


এ যে স্রষ্টার প্রদত্ব অন্দরের সুখ
মায়াময়ীর দুরত্বে বেড়ে যায় দুঃখ,
উঠিলে জ্বালা বেড়ে যায় অসুখ
মিঠাইলে স্বাদ উল্লাসে বুক ।