আপন আপন বলি যারে
করেছি আপন বনায়ন ,
সাবাড় করেছে আপন পোকায়
কষ্টে কাধেঁ দু নয়ন ।


চৌদ্দতলার দেহগরী
তিনটি নালায় প্রবেশ করি,
প্রেমরস চুষে নিলো
সুখের নালা ভরাট করি ।


শুর শুরিয়ে উর্ধগতি
আপন প্রাণ যায়,
দুধকালা দিই কাল সাপিনী
পুশে ছিলাম তাই ।


আপন পায়ে আপন কুড়াল
বুঝে নিতো  মন,
কারে বুঝাই এ বেদনা
নিত্য রক্তক্ষরণ ।