দু হাত প্রসারিত আমার
উম্মক্ত লোমশপূর্ন বুক ,
উদ্ধাত্ব আকাশ সোনালী রোদে
তাকিয়েছি প্রকৃতি আহারে সুখ !


দন্ডায়ন রেল লাইনের সমান্তরালে
ডাকছি ওগো প্রিয়তা রমনী,
তোমার আকর্ষনে মমত্ব আবরনে
বিকচ ব্যাকুলে মুখ লুকাও মণি ।


কোমল লোম রয়েছে খাড়া
শীতল বদনে ঘর্ষনে শয়নে,
নিবে যাক বিরহের অর্গল
তুমি আমাতে মিলনে ।


এসো গো সহেনা দেরী
বিশাল আকাশে তাকিয়ে ক্ষন,
আর পারিনা রক্তিম আভা ,
বড্ড প্রয়োজন স্পর্শের ক্ষন ।