একটা বউ একটা ঘর
হর হামেশা থাকি পর,
অযথা বউয়ের ঘ্যানর
যেন অশান্তির মন্তর ।


ঘর থেকে বাহির আদর
সদা ছুটে এ অন্তর,
জানতাম যদি বিয়ের পর
দিতে হবে অশান্তির কর ।


কাম ভাবে শুণ্য সাগর
বীর্যপাতে সদা জ্বর,
পাগড়ী পরে সেজে বর
করতাম কি আর বাসর ?


সুখের লাগি বাধিঁ ঘর
আপন সব করে পর,
এ যদি হয় সংসার
বিয়ের  আছে দরকার ?