এসো
আলোকিত বাজারে,
আলো ছড়ায় অকাতরে,
আবালবৃদ্ধ আর শিশুদের গল্পাবসরে,
সোহরওয়ার্দিউদ্যানে আজ,জ্ঞানের ঢেউ সরোবরে ,
প্রণয়ের বাজার চলছে আজ বইমেলা প্রান্তরে ।


বই
প্রফুল্লতা যোগায়,
জীবন রঙ্গে রাঙ্গায়,
সজিবতা রাখে নিঃস্বার্থ ভালবাসায়,
অতি আপনজন সঠিক পথ দেখায়,
নহে মান নহে অভিমান ভাললাগার পরিপূর্ণতায় ।


মেলায়
এসো সুজন,
জ্ঞান করো ভোজন,
বেছে নাও তোমার প্রিয়জন,
শতেক স্টল স্বার্থক করো নয়ন,
সামান্য অর্থে, ভাল বন্ধু করো বহন ।