প্রতি ক্ষণ যত গত
নির্ভরশীল আমি ততো ,
নির্ভরে কি ভরসা পাবো
আমার মনের মতো !


বড় ভয় হয়
যদি তেমন নয়,
বুকের দহনে হয়ে অঙ্গার
আমীত্বের মৃত্যু হয় ।


আমার জ্বরে তুমি
ললাটে পানি দেবে ঝুকি
উত্তপ্ত নিঃশ্বাস বলবে কি !
আমায় ভালবাসো তুমি !


আমিতো দিয়েছি উজাড় করে
অসময়ে পাবার তরে,
ক্ষণে ক্ষণে মন বদলে
অসময়ে ভরসা কারে !


সেবা করা সেবা দেয়া
প্রকৃত প্রেমের চাওয়া পাওয়া,
জৈবিক প্রেম ক্ষণের চাহিদা
আত্বার মিলন দেয়া নেয়া ।