মজনু আমি, হৃদয় হারা এক
আউলা বেশি পথিক ,
ঘুরেছি জলধারে বনবাদাড়ে মাঠ পেরিয়ে
পাইনি খুজে তারে ।


মজনু ---শুনগো অচেনা ললনা
      তৃষ্ঞায় বুকটা যায় ছিড়ে
       আবার বাচিঁতে চাই ,
       খুজিবো আমি তারে ।


      নয়নে নয়ন রেখে
      এসেছিলো যে বাহু ডোরে
      প্রেমো সুধা জল দিতো
       আদরে আদরে ভরে ।


(পানি পান করে)


   আহারে কি অমৃত সুধা,তৃপ্তি পেলাম
    আশির্বাদ আত্বা থেকে
    যায় গো আমার বেলা,
   বেদনা বিধুর করুণা রুদ্ধ দ্বারে ।


ষোড়সী---দাড়াও পথিক !
       কি বেদনা মনে !
       অনাহুত এ ক্ষনে,
       হন্যে হয়ে খুজো তুমি কারে !


মজনু---কে গো তুমি !
      কন্ঠ বড় চেনা মনে হয় !
      খুলো বদনের আবরণ,
      দেখি মুখটা নয়ন ভরে ।
আরে!—তুমি !   (আর্শ্চয্য হয়ে)
     কেন, বদন শুকানো এ দন্য দশা
      ওগো নিলিপ্ত মনের আধুরী ,
      এসো মোর বাহু ডোরে ।