আমার প্রাণেশ্বরী
দেখতে নেই কোন শ্রী,
শ্যামল কালো বদন তাহার
মায়ায় ভরা পরী ।


কপোত দেখে ভেংচি কাঠে
আমার লাগে খুশি,
বয়সে গ্রাস করেছে যৌবন
চিন্তার নাও ঘাটে ।


এসব অন্যের নয়নে দেখা
লোভাতুর কপোতেরা যা বলে,
আমার দৃষ্টিতে রোমাঞ্চিত তনু
রূপের ছটোকে চলন বাকাঁ ।


হাসির শব্দ সে যে কি
বেহালায় ছন্দময় সুরের তান,
নসিংদ্র পিতঙ্গ বাশিঁ,
চাহনীতে কামনার উকিঁ ।


আবেদনময়ী ঈশারা দেখে
কামসুধা হয়ে জাগ্রত,
প্রাণ রসে শন শন
সুগন্ধী মাখা সুবাশ নাকে ।