আজ নিজেকে, বড্ড একা লাগছে,
হৃদয় মহাকাশে নক্ষত্র রাজ্যে,
ঢেউ তোলা জলরাশি হয়ে দোলা দিতে ।
তোমার একগুয়েমী স্বভাব ভাবিয়ে তুলেছে আমায়,
ছারখার করে দিচ্ছে রঙ্গিন মনের বসতি ।
ভাবছি দীর্ঘপথ কি ভাবে তোমায় নিয়ে পাড়ি দিই ?
আমার উজাড়করা প্রেমো ঘাটতি তো ছিল না,
তবে কেন এহেন আচরণ ?


কাটে না তুমি ছাড়া ক্ষণ
তুমি ছিলে শরীরের পরশ, তুমি আমার স্বপ্নপুরি,
আমার মিষ্টি ঘুম আজ দুর্বিসহ,
অহর্নিশ যাতনা সর্বাঙ্গে সর্বত্র চতুরাংশে ,
আজ তুমি হলে আমার নীরবতার কারণ ।


তোমার আচরনে আতংক আগামীদিন,
হৃদয়ে দামাল উত্তাল বর্ষন দিবানীশি,
খুজে পাইনা নিরালা অরণ্য,
যেখানে তুমিহীন কাটবে বাকিটা জীবন ।


যেখানে যাই ,তোমাকে দেখি তাই,
তুমি আছো সর্বত্র বিরাজমান,
তোমার ছোয়া অনুভবে পাই ।