স্রষ্টা তাঁর আপন সত্তায়
যেমনি আমায় করেছেন সৃষ্টি,
পরিবর্তন নাহি করিতে পারিবো
এটাই কালচার এটাই কৃষ্টি ।


আপন মন করিতে সুন্দর
হই যদি ব্রত,
আপনারে বিলিয়ে মানবের তরে
আপন সুন্দর করি জাগ্রত ।


প্রস্পুটিত হবে আপন মন
বদন নাহি প্রয়োজন,
ম্যাকাপ করা চাকচিক্য বদন
হয়না সোনা হয় ইমিটেশন ।