জীবন সায়াহ্নে গোধুলী বিকালে
আমার মনো পাখি
পাখনা খুলে উড়ে উড়ে যায় ।


আমার প্রষ্পুটিত সদ্যপদ্ম
মধুহীন শুকনো মর্মর,
পাপঁড়ি ঝরো ঝরো
তাই ,আমারে ছাড়ে অবেলায় ।


শুকিয়ে কাম রস
কামনায় নেই থর থর
অবহেলার হলো ভোর
বিকৃত বদনে চলে যায় ।


জ্যোৎস্না ভরা আধাঁর
বক্র সরু দিগন্তে,
কাম রস হীন ছায়াতে,
অশোভা অচেতনতা গায় ।