শুভ ক্ষণ অশুভ ক্ষণ
সেটা জানা অনাগ্রহ ,
মহাবিশ্বের কোন এক জীর্ণ কুঠিরে এসেছি ভবে ,
মানবীর জরায়ুতে মানবের ঘরে ,
জন্মের পর ধর্ম আমায় ছুয়েছে ।


বুঝেছি আমার কর্ম
আমীত্বকে বিকশিত করে
মানবতার জন্য শান্তির নহর হওয়া,
না হয় বৃথা জন্ম,
বৃথা জন্মদাত্রীর ।


হতে দাও আগোয়ান ,
আগত প্রজন্মের জন্য স্থান,
ব্যর্থ ধন্য যাই ই হইনা কেন ,
শয়ন গৃহ শুণ্য করে ,
যেতে হবে ধ্বংস্তুস্পের ও পাড়ে ।


সহযোগীতার অপরাগায়তন
তব ভেংগে দিওনা মন,
আমার জন্ম আমায় স্বার্থক করিতে দাও,
হৃদয় ভরিও না বিষে
হৃদয়ের কাছে কাবা মন্দির সবই মিছে ।