দলছুট অস্থির মন
দামাল ছেলের মত,
অযথা ছুটে বেড়ায়,
এ দেহ তো মনের প্রতিচ্ছায়া,
মনের বাহিরে যাওয়ার সাধ্য কি আছে !


চলেছি ধীর পায়ে
মনকে বোঝাই করে,
নিরন্তর পথ চলায়,
এখন বনজ মৃত্রিকায় ।
মনোহরী সু বাতাস,
সুগন্ধ মিশানো পাখির কলতান,
পাতার অগোচরে তীর্যক
সোনালী আলো ।


ঠান্ডা গরমের মিশ্রণে
আলোকিত বনায়ন,
তারপরও স্থীরতা দেখছিনা ,
চলেছি তো চলেছি,
একটু থমকে দাড়ালাম,
উচ্ছৃংখল ঢেউয়ের পাদদেশে,
অসমতল যত ঢেউ এ,
চিক চিক রুপালী আলোর ছটক ।


সৈকতের সোঁ সোঁ মায়াময়
আকুল আকুতি,
ষোডসীর অনন্ত আহবান,
আমায় যেন বাহুডোরে বেধেঁ
নেয়ার কি ব্যকুলতা !
এবার মনে হয় স্থিরতা এলো ।