বৃষ্টি আর জল----জলের সাথে ঢল
           দমকা হাওয়া মোরা,
ভেংগেছে গাছের ঢাল---উড়েছে ঘরের ছাল
          পরিবার সহ ছন্ন ছাড়া ।


খোলা আকাশের নিচে --অজস্র বৃষ্টিতে  ভিজে,
           হাই হুতাস আর উচাটন,
আহার নিদ্রা করে বারণ ---বেচেঁ থাকার শুধু স্বপন
          জীবন মৃত্যু যুদ্ধ প্রতিক্ষন।


হাসছে নিচে তাকায় ---দাড়িয়ে অট্রালিকায়
           আমাদের দৈন্যদশা দেখে।
ছোট বাচ্ছার অনাহারী মুখ --উদাস নয়নে কি যে দুঃখ,
          জম্মাবদি কষ্ট যেন গতরে মেখে।


আমরা কি মানুষ ! ---তব সমাজ কেন বেহুস
         পশুতে বাসে হতেম ধন্য।
গীতিকার যখন লিখে যায়---মোদের তখন হাসিঁ পায়,
          মানুষ নাকি মানুষের জন্য।