শুভ সকালে কর্মের সন্ধ্যানে
গতরে খেটে যা করি আয়,
দুপুরে খেয়ে বিকালে নেই
রাতের আহারে শেষ হয়ে যায় ।


বিরামহীন এ ঘন বরিষায়
অর্ধশয়নে বাহিরে তাকাই,
কঠিন কোমলে বিজলী চমকে
সাওয়ালের বদন যায় শুকাই ।


মধু আশায় স্বপ্ন বুনি
থামবে বরিষা যখন,
ঝীর্ণ কুটির ছাড়িয়া দু পা ফেলিয়া
করিবো আজিকের আহরণ ।


না--- থামে না বৃষ্টি
বিরামহীন চলছে আরো জোরে,
বাড়ছে ক্ষুদা নয়নের বারী
মিশে বানে ভাসছি জোয়ারে ।


ছোট সাওয়ালের অঝোর কান্না
থামলো দেখে ভাসমান কলা,
কোমল হাতে ধরিলো তাহা
কলা নয় ধনীর পেঠের ময়লা ।


এ আমাদের ভুবন মালিক
উদোরপিন্ডি ঊনপাজরে,
ভজোঁ মজোঁ খুজো তারে
ধন্য হয়েছি মহার্ঘ্য এ পুরুস্কারে ।