তুমি মানব কি দানব !
তোমার একই অঙ্গে কেন এতো রূপ !
সরল বীজ গনিতে অংক কষে ও
তোমায় চেনা হলো না ।
আমার সীমাবদ্ধ জ্ঞানে কতটুকু বা চিনি ।


তোমার লাইলি অভিনয়ে
আমি প্রকৃত মজনু,
সমতা কবে আসবে
কখন প্রকৃত লাইলি হবে !
আমার সুর্য্য রাগী আগুন ভরা তেজ
তোমার নিখুঁত অভিনয়ে ,
ভেনিস হয়ে রমনীহীন পেনিস হয়ে গেছে ।


বলেছি তোমায় বারংবার
মিলে যাওয়া লসাগু কে
অবশিষ্ট রাখা গসাগু করো না ,
সুদীর্ঘ দুপুরে সমুদ্যও শিক্ষায়,
তুমি তাই-ই করলে ।


যাই করো বহুগামিনী হয়োনা
যদি হও –
রাস্তার আস্তা কুড়েঁ জীবনের যবনিকা ঘটবে ।
নবরূপে নবসাজে নিজেকে
আবিস্কারের বাসনা দুরাশা মাত্র ।