ক্ষনিক ভোক্তা ক্ষনিক লুটেরা
স্বার্থবাদি উপাধি আর কত গঞ্জনা,
না করে এহেন কর্ম,
এটা নাকি আমার ধর্ম
এই তো বাদীর ধারণা হেতু ভোগে ভ্রান্তিতে ।


চলার পথে নিত্য প্রেম,
হাই হ্যালো জীবন জ্যাম,
জৌলুস সুসার ললনারা
চাইলে আসন পায় কি তারা !
সে দোষে দুষি আমি প্রশান্তি আর নিদ্রাতে ।


এক মনে একটি আসন
বুঝে নাতো সে সুজন,
ভ্রান্তি মতি ভ্রান্তি গতি,
সুর ব্যাঞ্জনায় নিত্য দহন,
ভোগ বাসনা ত্যাগ করে,জীবন মৃত্যু গতিতে ।