অধরে রাঙ্গা হাসি
শুভ্র তনু বদন,
নিগুঢ় কালো জোড়া ব্রু
পিতঙ্গ বাঁশি নাকের গড়ন ।


নহে আলো নহে কালো
হরিনী নয়ন,
সরু তার দুটি ওষ্ঠ
কমলার বরণ ।


মুছকি হাসির ঝলকে
সুনিপুঁন দন্ত মিছিল,
সারি বদ্ধ বক যেন
ধবধবে বিল ।


চাঁদের মত ললাট
ঢেউ মাথার চুল ,
চুলের খোঁপায় আটক আছে
লাল গোলাপ ফুল ।


দীর্ঘাঙ্গী ইরানী মৃগায়া গড়ন
পায়ের পাতায় পদ্ম আঁকা,
নিটোল নিতম্ব চলনে,
দোলনে নহে বাঁকা ।


কন্ঠ তার লতার মতো
কোকিল মানে বর,
কর্নে শোভা মিষ্টি রব
মনোহরী স্বর ।


যতই তারে দেখি
ফিরেনা দুটি আঁখি,
বেহেস্তি হুর কি ধরাধামে
স্রষ্টার স্বীয় হাত রাখি ।