জীবন বাচাঁ নিরোৎসাহ সন্ধিক্ষণে
নয়নের ক্ষীণ আলোতে
ভুবণ প্রকৃতি সবই আজ
নয়নে ঝাপসা মনে হয়  ।


হতাশার ইন্দ্রজালে
আতংকিত মৃত্যু ফালে
প্রতিটি ক্ষণ কষ্টের কবলে
ব্যর্থ জীবন রসাতলে ।


হঠাৎ বাতায়নে কে গো তুমি
ফুল হাতে নব বারতায় এ ধরণী
মুচকি হাসিতে শ্যাম বরনী
দীর্ঘ সুঠাম দেহধারিনী ।


কি দেখেছি আজি এ নয়নে
যত কষ্ট হারিয়েছি স্মরণে,
মুহিত আজি হাসি মাখা বদনে
দুঃস্বপ্ন হারালো সুখের আবরনে ।


দাড়িয়ে কেন ? এসো লক্ষি ঘরে
দুঃখ কষ্ট যাতনা সব যাক মরে
আমরণ রেখো জড়িয়ে ধরে,
এসো ওগো মোর বাহু ডোরে ।