এসো আমার সাথে
আসবে কি !
ভয় হচ্ছে তোমাদের !
কিসের ভয় ! এসো—
সমাজ পরিবর্তনের শ্লোগান তুলি ।


সমাজপতি আর চাটুদার
গায়ে মেখে সভ্যতার খোলস
তাদের হস্তাঘাতে কুকঁড়ে কুকঁড়ে মরছে,
উদিয়মান সুস্থ সমাজ ।


হিংস্রতা রুক্ষতা আর পশুত্ব
অমানবিক স্বভাবের কারণে,
প্রতিক্ষণে অন্কুরে বিনষ্ট হচ্ছে,
সচেতন ও সুস্থ সমাজ বীজ ।


এ মুখোস খুলতে হবে
এ তালা ভাংতে হবে,
হউক আমার মত কয়জনের ক্ষয়,
তারপরেইতো হবে সু সভ্যতার জয় ।


বিমর্ষ আগামী ধাবমান ক্লান্তি ক্ষণে
বিপলে বিশাখে ক্রন্দনে দোলে,
নিবু নিবু রন্জন রশ্মি,
অন্কুরেই বিনষ্টের ইংগিত করে ।


আমি আমরা নীরব হয়ে
লক্ষ বছর না বেচেঁ,
সরব হয়ে সংস্কার করে,
কয়েকদিনের বাচাঁকে,স্বার্থক করে নিই ।
এসো আমার সাথে ।