আমার জন্য
তোমার প্রদেয় ভালবাসায়,
ক্ষনে ক্ষনে নতুনত্ব উপভোগ করি ।
যখন যেমন তখন তেমন,
সুদূর প্রসারি মমত্বায়ন আমার অপেক্ষায় ।
নব সুগন্ধ নব ছোয়ায় সদা পরিপুর্ন ,


নব প্রিয়ার নব আহবান
সদর দরজায় আটকিয়ে আছে,
আর কারো ভালবাসা প্রত্যশা,
এ মন হরিণীর মতো কান,
খাড়া হয়ে থাকে না ।


এমন করে প্রেমোদানে,
বিরহ ব্যথা, অলিন্দ নীলয়,
আসিবে না অঙ্গাস্পর্শে ।
রসে ভরা যৌবন প্রহর
নিরবিচ্ছিন্ন ঝর্ণা বহমান,
আদি অন্তে অনন্তকাল,
ভাসিবে শান্ত জ্বলের ঢেউ এ ।


নৈঃশব্দে তাকাবো ,
জোৎস্না মাখা রুপালি রাতে,
স্বপ্নবোধে অসম সমীকরণে,
যেন এ রজনী শেষ হবে না ।
আসিবে নব ছোয়ায়,
লাস্যময়ী বদনে হাসিরেখা ভালে,
উছলে পড়া রসে,ভিজিয়ে দিয়ে আমাকে,
আরো নতুনত্ব কি আছে !