আবার দেখার আশা গা ঘেঁষে বসা
আবার কথন আবার ভালবাসা !
হবে হয়তো
হয়তো বা না ।


সবই আজ গত, কথার ফুলঝুড়ি যত
ভাংগিলো স্বপ্ন অনুশোচনায় আছি রথ,
প্রাণে যে সহে না
সহে না যাতনা।


প্রমত্ত মেঘলা আকাশ,দুষিত বাতাস
শ্বাশত মনের গর্জন,ঘুর্ণিবায়ূতে আমার বাস,
এ নহে ছিল কামনা
তব কেন এ বেদনা ।


অবিরাম রক্তপাতে,হৃদয় নিয়ে বিপদে
নিঝুম মনোবাগান,কষ্ট বহে রথে,
আঁখির নহর শুকনা
বেদনায় বারি ঝড়ে না ।