স্মৃতির মধূর তরঙ্গে আজ
কাল বৈশাখীর ঝাপটা,
মৃত্তিকা বালুকণায় আজ
আমার মায়াময় সঞ্চিত ভালবাসা,
উত্তাপে গলে বিলীন প্রায় ।
মেঘপুন্জে বৃষ্টির আস্ফালন,
তবু বৃষ্টিহীন চৈত্র বৈশাখের খরতাপ ।
শিরা উপশিরায় রক্ত জমাটের প্রতিবন্ধকতা,
বিরহ বেদনায় অবিমিশ্রিত বোধ ।
বিলূপ্ত ভালবাসার ঘ্রাণে,
মন পুড়ে খরপুড়া গন্ধের সুবাশ ।
ধুসর আলোছায়ায় বিয়োগ বিবর্ণ ক্যান্সারে,
হতাশা নিরাশা কুড়ে কুড়ে খায় আমীত্ব ।
কষ্টের অশ্রুতে লোনা মাখা,
কষ্টের বর্ষন,এ কেমন আকাংঙ্খা,
কেমন আমার আহ্লাদ!
বুক ছিড়ে দীর্ঘশ্বাস,নিঃষ্ঠুর পরিহাস।
এ লিখা ছিল আমার ললাটে,
এটাই চিরন্তন সত্য ।