আমি বড় ক্ষণজীবি এ ধরাধামে
যতক্ষণ আছে দম ,ততোক্ষণ সম,
বর্ণের সংযোজনে কবির ভাবার্থ,
লিখে যেতে চাই আত্মভ্রমে ।


নীশিঘন পথে দিবস কিংবা রাতে
আসে যত কথা মনে,
খুলে আঁখি ধ্যানে মননে
হউক আবাসন হউক মেঠো পথে ।


স্বার্থবাজ নির্দয় সমাজের নরক চুড়ায়
ভরা অম্বরে মাতৃনৃত্যে কোন অভিসারে
আমি উর্ধ্বমুখীর শুভাগমন ,
ধিক্কার কারে দেবো, নিজেকে দিই তাই ।


চৌদিকে মিথ্যার দৃষ্টি নন্দন হাতছানি,
চক্ষুমেলে দেখি হতবিহ্বল,
প্রত্যাশার প্রতিরূপ পারিনী সংস্থাপন,
তবু ব্যর্থ নই দেখে তোমাদের আগমনি ।


কৃতি খ্যাতির সমাহার চাইনি আমি,
চেয়েছি সুজনের বসত জগৎ সংসার,
তাইতো লিখনী করে গেলাম সূচনা
তৃষ্ণার্থ কলোবের আহাজারি, জানে অর্ন্তযামী ।