আহারে বিশ্ব বিবেক
নড়েতো চড়ে না,
বসেতো উঠে না
ক্ষণে হুংকার ক্ষণে জিরায় ।


অশান্তির সুচিকে
করেছে পুরুস্কৃত,
শান্তির নোবেলে
মুসলমানের জান যায় ।


ভাংগিবে কি বিশ্বের নীদ
হারাচ্ছেতো মুসুলমানের গীত,
আরকান রক্ষার তিতিক্ষায়
আবালবৃদ্ধবনিতার প্রান যায় ।


স্রষ্টার এ ভবের মেলায়
শোষকের হাসির খেলায়,
শোষিতের নীরবধি কান্না
জীবন ভাসমান ভেলায় ।