কেন এমন হয় !
কেন তোমায় হারানোর ভয় !
তোমার শব্দের পরিবর্তন
প্রেতাত্মাদের মতো
ভয়ার্ত ঈঙ্গিত বহন করে ।


ভয়ের তরঙ্গ উৎস
বিরল বসন্তে নীশি রজনীতে,
যেন নীশিজাগা ভয়ানক
কোন পাখির রব ।


থরথরে ভুকম্পন
সারা দেহে কম্পন
নেশাতুর মস্তিস্ক,
লো প্রেশারে যেন ঢলে পরে ।


তাহলে কি তুমি ছাড়া আমি অচল ?
এরই নাম কি প্রকৃত ভালবাসা ?
এটা কি জীবনের শেষ চাওয়া পাওয়া ?
তাই যদি হয় -------
তাহলে কেন এমন করো ?


তুমি আপন তুমি অনুকরণ
তুমি জীবন তুমি অভিমান
তুমি স্বপ্নপুরী তুমি ঝগড়া-ঝাটি,
তুমি মিষ্টি রোদ,
তুমি স্বপ্নময় ঘুম ।


তুমিহীন এ বুকে হা হা কার
তুমি ছাড়া এ জগৎ,
আই সিউ সিনড্রোম,
যেখানে আমি থাকবো
জীবনহীন নিদ্রায় তন্দ্রায় ।