উনিশ বসন্ত হলেম সবে পার
চতুরাংশে উত্তাল অস্থিরতার চিৎকার,
দামাল মন চৌদিকে তাকায়,
চঞ্চলা হরিণী যেন ছুটে বেড়ায় ।
কুহুধ্বনী কুকিলের শতেক পাখির রবে,
মায়ার আঙ্গিনায় এ মন জল খায় ডুবে।
চলার পথ আজ বড় সমান্তরাল,
উকিঁ মারি দেখি আমার মায়ার ঢাল ।
স্নিগ্ধ হরষে বিরামহীন খোঁজে,
পাইনি কোথাও সন্ধ্যার সাঁঝে।
সুরেলা মন গেয়ে যায় গান ,
বসন্ত সাজে সজ্জিত চঞ্চল এ প্রাণ।
আসিতো ক্ষণে মায়াবী রাগিনী,
ফুল শয্যায় সুরে মোহনী ।
ঢেলে সব মায়ার জল নয়নে দেখি,
সহেনা একা মন আসোগো প্রানোসখী ।