তুই আমাকে দেখ
তবে আমি চশমা নই,
তুই আমার জন্য কান্না কর
তবে আমি জল নই,
তুই আমাকে অঙ্গে জড়া
তবে আমি বস্ত্র নই ,
তুই আমার পদলেহন কর
তবে আমি দরবেশ নই ,
তুই আমাকে নিয়ে স্বপ্ন আঁক
তবে স্বপ্ন দ্রষ্টা নই ।
তুই আমাকে শিখে নেয়
তবে আমি শিক্ষক নই,


          তারপর
আমার আদরে ভালবাসার চাদরে
করিবো তোরে যতন,
মরণে আমি যে হবো
তোর দাপনের কাফন ।