পেটের ক্ষুদা লাগা
নিয়তির এক চরম খেলা
অশান্তিময় মনোশয্যা
শান্তি দুর বেলা অবেলা ।


কারো আছে খাদ্য জমা
কারো শুণ্য হাড়ি,
প্রজম্ম্রা সব ঘুরে ফিরে
এবাড়ি আর ও বাড়ি ।


কারো আবার রসণা বিলাস
দেখতে কত বাহারী,
পেট মেশিনের জটিলতায়
থাকে তব অনাহারী ।


ক্ষিদের লাগি শ্রম আমার
রক্ত ঝরে রাত দিনে,
আড়াল করে কষ্ট রাখি
সর্বগ্রাসী আপন ভুবনে ।


নিজের জোটেনা দু মুটো অন্ন
তব ইচ্ছে করি দান,
দেখিতে না হয় প্রতিবেশীর
বদন যেন ম্লান ।