অনেক সাধনা কত আরাধনা
তুমি বানালে আমায় কবি
তোমার এতো গুণ
আমি শুধু ,কি ছাই লিখে
প্রসংশা করেছি
তাই কি ! বানালে কবি !


কবিরা আসলে পাগল
ব্রেইনের উপর ট্রেইন চালিয়ে
হাজার মিনিট নষ্ট করে
স্বর্ণের সাথে খাদ মিশিয়ে
নিগুঢ় কবিতা লিখে,
বর্তমান ও অতীত প্রজম্মের জন্য
কবি কি পায় !


নিস্পৃহ আঙ্গুলে কলম ধরে
আত্বমনে তৃষ্ণা রেখে,
পর তৃষ্ণা মিঠায় ।
উদ্যাম মনে স্রোতে ভেসে
ঢেউ খেলানো লিখনি লিখে
গদ গদ ভাব প্রকাশ করে
হারিয়ে যায় লোকান্তরে ।