কইরে তোরা দামালেরা
আয়না ছুটে আয়,
ভর দুপুরে বড় পুকুরে
মরিচ খেলতে যায় ।


আম গাছে আম দোলে
গাছে কলা পাঁকা,
নারিকেল পেঁকে ঝুনা হলো
মরা ঢালে ঢাঁকা ।


কইরে কালা কইরে ধলা
কানাইয়া এলো চলে,
দুই চোখেরা দেরী কেন
কি হবে আর সন্ধ্যা হলে ।


কখন খেলি কখন চুরি
সন্ধ্যার আগে বাড়ি,
দেরী হলে খেতে হবে
ঝাড়া শলার বারি ।


ঐ কালাইয়া খইল্যা কই
বয়রা এলো চলে,
কালা ভয়রা নিয়ে কি আর
চুরি করা চলে !


আধা অংগ সময় বুঝলো
ষোল অঙ্গিরা বুঝলো না,
সময়ের কাজ সময়ে হয়
অসময়ে চলে না ।