জীবন যবনিকা এখন নিত্যনৈমিত্তিক
এ পাড়ায় কান্নার রোল,
ও পাড়ায় হাসির বোল,
এইতো জীবন এইতো তাত্বিক ।


অপেক্ষার ক্ষণ শেষে এলো নবজাতক
ঘরময় আনন্দ আর হাসি
সুজন বাজায় পাতার বাশি,
তালে বেতালে নাচনে বাজায় বাদক ।


প্রতিবেশী অর্ধাহারী শয়নে মৃত্যু শয্যা
অঝোরে চলছে কান্না
আত্মীয়দের নয়নে অশ্রু বন্যা,
অনাকাংঙ্খীত যমদূত জীবন করলো কব্জা ।


কিসের স্বপ্ন সুদূর আহ্লাদ
কে আবার কার
নিমিষেই সব ছারখার,
ক্ষনিকের রঙ্গ মেলা ক্ষণিক শুধু স্বাদ ।