আজ সবই এমন কেন লাগছে !


উত্তাল রক্তে চঞ্চলতা হারিয়ে
দোলেনা দেহ ,গাহেনা
প্রণয়ের গীতা ।


এতো বসন্ত এতো স্বপ্ন মাখা
বেদনার তীরে ,নীল দীর্ঘশ্বাসে
প্রতিটি ক্ষণ কেন বৃথা ।


কেমন জানি মনে হয় !


দুরের গহিনে,প্রকৃতির বনে
এ ফুল থেকে সে ফুলে ,
চঞ্চলা প্রজাপতি কই !


নির্মল ফাগুনে ,দেহ আর মননে
বারীঝরা নয়নে,নির্মল বদনে
অজস্র কষ্ট আমার সইঁ