তুমি আমার কত সাধনা
যুগের পর যুগ কত আকাঁবাকাঁ
সমান্তরাল কত পথ চলা ,
দেখেছি কত রংএর মানব মানবী ।


শুনেছি মোয়াজ্জিনের আযান
দেখেছি নুয়ে যেন মন্দিরের পুরোহিত,
দৃশ্যমান ম্যাকাপ লাগানো
কত ললনার কত ঈশারা ।


প্রেমো আবেদনময়ী ষোড়সীর
ইউক্যালিপ্টাসের মতো দুলিয়েছে দেহে,
জলের জাজিমে দেখেছি ভাসমান শাপঁলা,
দেখেছি গায়েঁর পথে সরলা কিশোরী ,
নিটোল ছন্দময় মনোহরী দেহের দোলন ।


         কিন্তু !


আমার মনো সৃজন আমিত্ব খুজে পাইনি ।


উচ্ছৃখংল রসাত্বক যৌবন সে কবে হারিয়েছি !
এখন নীরব সুকন্ঠি মায়াবী বদন
সুভাষিনী বড় প্রয়োজন ।
যা তোমার কাছে বিদ্যমান,
তাইতো তুমি আমার সাধনার ফসল ।