আহূত বরিষন এ ক্ষনে
হৃদয়ের কবিতা উদ্যানে,
বেদনাময় শাখা পল্লবীতে
জীবন মৃত্যু সকাল সন্ধ্যাক্ষনে ।


বর্ণের সংযোজনে যদিও শব্দ
শব্দের মিলনে অনর্থক বাক্য,
কেমনে করি কবিতার সুচনা
হয়ে গেছি আমি স্তব্দ ।


বর্ণিল সাজানো আমার মিতালী
আজি এ ক্ষনে শুকনো মরা বীজ
শ্যামল রাগে স্নিগ্ধ হাসি
সকল আকাংঙ্খা আজ গুড়ে বালি ।


সৈকতে বিদায় লগ্ন বেলায়
নতশীরে বালুময় চুমি,
আরও সময় যদি দিতেন বিধি
ক্রন্দন করে মন বাচাঁর আশায় ।