সঙ্গহীন একাকি
ক্ষয় করেছি চল্লিশ বসন্ত,
তবু আমার সঙ্গিনীর,
মায়াবী বদন আবছা লাগে
মনের দর্পনে ।


আছে আর কয় বসন্ত !
নিঝরিনী বাতাসে দোলে মন,
পাষান ভুবনে কেন নবোদয়,
তোমায় খুজার প্রত্যাশায়
চির দুঃখীর নাড়ী ছেদনে ।


চঞ্চল দু আখিঁ
বারণহীন কারে যে খুজে,
মনের ভিত্তি বড়ই উত্তপ্ত,
কামাতুর লীলার করিতে চরিতার্থ,
সহেনা অপেক্ষণ আসো বন্ধনে ।


আমি সভ্যযোজিত হয়নি,
প্রশবান্তে খুঁজেছি আর কেঁদেছি,
তুমি কামদেব ইন্দ্রমোহিনী
বক্ষজুড়ে আশা নিয়ে,
পরমানন্দে পরম তৃপ্তি ক্ষণে ।