করো
তুমি নিজেকে
দুহাতে মেহেদি রাঙিয়ে
নব রূপে নব আবরণে ,
দৃষ্টি নন্দন ভ্রুতে দিয়ে কাজল
জানিয়ে দাও তোমার মোহিত সে সুজনকে ।


না
করোনা আসতে,
বলো আসতে হবে ,
নয়তো বৃথা চিত্ররথ গন্ধর্ব ,
আবেদনময়ী হয়ে তারে তুমি ডাকো ,
আসুখ, স্বার্থক করুক,দেখে মনোমুগ্ধকর রূপ ।


অযুহাত
সৃষ্টি করোনা ,
সাজনী যাবে রসাতলে ,
নিজের ভুল সুজনের কাধেঁ !
সুখ আসবেনা কখনও মহাশুণ্যে,
স্বর্গলোকে দাও পাড়ি,পথভ্রষ্টতা ত্যাগ করি ।