মন আজ কবিতা লিখার বায়না ধরেছে,
ছুটে চলেছি দু শো গজ দুরে,
পুরনো নির্জন পুকুর পাড়ে,
মাছের খেলায় ঢেউয়ের মেলায়,
ভাসমান শাপলার হালকা নাচনে,
লিখনী জমবে বেশ ।


ঘর সিড়িতে দাঁড়িয়ে,স্থির নয়নে,
যৌতুকের লাগি প্রতিবেশীর বউ পেটানী,
কি দাম্ভিকতা কপোতের !
যেন বাহাঃবা পাওয়া বিজ্ঞানী ।


ক্ষনিক আগিয়ে বক্র প্রান্ত পেরিয়ে,
অনাহারি তিন শিশুর আহাজারী,
অসুস্থ জননীর হাত ধরে ।
প্রজ্জলিত উম্মাদনায় উপত্যাকায় দাড়িয়ে,
ক্ষুধায় তাড়িত মনে,
সামনে এগুনোর অপচেষ্টা ,


থমকে দাড়ালাম আবার ,
অসুস্থ পিতৃ শয়নে মাটিতে,
অর্থের সাহায্যে প্রার্থনায়,
দু হাত মেলে ষোড়সীর আকুতি,
বিষ্ময়ে নির্বাক আমি,
খন্ডিত দন্ডিত আমীত্ববোধ ।


কম্পিত দেহ মনে ,স্থির দু পা
যাওয়া হয়নি আর নির্জন পুকুর পাড়,
ঘাত প্রতিঘাতে মন চৌচির,
আর হয়নি লিখা জীবনের কবিতা্ ।