অনেক বসন্ত গত করে
নষ্ট মন সৃজন করে,
গোপনে গোপনে রোদনে রোদনে
শতেক কুসূম ফুটিয়েছি ।


নৈবেদ্যের আশে ফুটিয়েছি কুসূম
হৃদয়ের রঙে রাঙিয়ে ,
হীন মন্যের ভ্রান্ত ধারণায়
পুণ জীবন গুটিয়েছি ।


যাবো না আর শান্ত জলধারে
ভেবে শান্ত নদী,
ও জল পানে ওষ্ঠাগত প্রাণ
আমার আমীত্ব হারিয়েছি ।


সাজানো কুসূম পড়িল চরণে
মিছে মোহ মায়ায়,
যাতনা বেদনা জীবন নাশ
আমি কি আর আমার আছি !