ভাল নাহি বাসিতে বাসিতে
কখন যে অন্দরের মন ,
অন্যের মনের বন্দরে,
করেছে নোঙর,
অজানাই রয়ে গেল ।


লুকায়িত ধন
যখনই গেলো চলে,
তোরই অন্দরে,
বিরহ বিলাসিতা করিসনা তুই,
দিসগো তারে, তোর কোমল চন্দ্রিকার পরশ ।


দিসনা ভুলেও
কখনও অবজ্ঞা
বঞ্চনা আর অনাহুত কষ্ট,
পারিবে না আসিতে,
নিজের স্ববস্থানে,বাড়িয়ে আক্রোশ ।