জনম দুঃখী কেন জন্ম নিলি
এ ক্ষণে এ মাঘে,
কষ্টের বিষুবরেখা ছেদ করে
জরায়ু বেঁধে দুর্জয়ের বেগে ।


আমি আছি মহা দুঃখে
কপর্দকহীন হিমেল রাতে,
তৃণ গালিচায় থঁর থঁর কম্পনে
আত্মহননে মন রাগে ।


মুক্তিহীন জীবন আমার
জীবন যবনিকার সাথে,
বিভৎস আশা মৃত্যুহীন প্রাণ,
যমদুতের নজর নাহি কাড়ে ।


খুলিসনা না তুই ঐ আঁখি
দেখবি না নিষ্ঠুর এ ভুবন,
আহ্লাদী আবদারী দুরস্ত দিশারী,
নয়ন মুদে স্তন্য দেয় মুখে ।