আমি অষ্টাদশী চঞ্চল
তোমারই বিহনে ক্ষুদ্ধ হিয়ায় কাঁপি
সর্বনাশী বহ্নি আমি
নয়নাদৃশ্য অগ্নি ক্ষীপ্র ক্রোধ ।


এসো ওগো ষোডশী
বৈশাখী ঝড়ের তুফান হয়ে,
নেভাও আমার উম্মাদনা
ধ্বংস করে নিন্দুকের ভুলি।


তুমি শান্তনার নীলাচল
নির্মল জলস্রোতে ভাসিয়ে দাও
তুমিহীন উষ্ণতার হুংকারে
শীতল করো প্রেমোসংঘাত ।


বিষাদের নুপুর খোলে
পুলকিত মনে চিত্তে দোলে
প্রাণের কুহুক জাগিয়ে
মনোহরী সুরে ধরনীর বুকে ।


সুমধুর গীতে জাগুক
আলো আধাঁরের জ্যোৎস্না রাতে
জেগে উঠুক কৃষ্ণঁচুড়া
দেখিবো নীলাম্বরী ষোড়শী দেহ ।