নীলিমায়
ভূ-তল মৃত্তিকায়
স্তব্ধ স্থবির নীরবতায়
দূরের ঐ দিগন্ত সীমানায়
অথবা সাগর নদীর সঙ্গম মোহনায়
আমার অস্তিত্বে শুধু তুমি প্রাপ্তির পূর্ণতায়।


হরিৎ
অরণ্য ছায়ায়
রক্তিম গোধুলি মায়ায়
তোমার নির্মল নির্বাক মুখরতায়
হৃদয়ের অব্যক্ত কথন যখনই হারায়
অনুভবে তোমাকে পাই;তোমাকে চাই নির্দ্বিধায়।


সুখ
স্বপ্নীল জোছনায়
নীলিমায় হরিৎ মুর্ছনায়,
প্রীতম উল্লাসে একাত্মা পরামাত্মায়,
স্বরুপস্থিত মায়াবী ঐ বদন কামনায়,
অনুভবে স্থৈর্য অহমতায়, জেল্লা-জৌলুস সু কামনায় ।